xoom - bangladesh instant money transfer

বাংলাদেশে পেপ‍্যালের সার্ভিস না থাকায় ফ্রিল‍্যান্সাররা বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট আনতে প্রায়-ই ভোগান্তিতে পড়ে থাকেন। অনেকেই ডলার রিসিভ করার জন‍্য মানিবুকারস, পেওনিয়ার বা অন‍্যান‍্য মাধ‍্যম ব‍্যবহার করেন। বাংলাদেশে জুমের কার্যক্রম গতবছর শুরু করেছিল। জুম প্যাপালের বিকল্প নয় বরং একটি ভিন্ন সেবা যা অনেকটা মানি এক্সপ্রেস, বা ওয়েস্টার্ণ ইউনিয়নের মত। সুবিধা হল ক্লায়েন্ট পেপ‍্যালের ডেবিট কার্ড ব‍্যবহার করে পেমেন্ট করতে পারবে।বাংলাদেশে পেপ‍্যালের সার্ভিস না থাকায় ফ্রিল‍্যান্সাররা বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট আনতে প্রায়-ই ভোগান্তিতে পড়ে থাকেন। অনেকেই ডলার রিসিভ করার জন‍্য মানিবুকারস, পেওনিয়ার বা অন‍্যান‍্য মাধ‍্যম ব‍্যবহার করেন। বাংলাদেশে জুমের কার্যক্রম গতবছর শুরু করেছিল। জুম প্যাপালের বিকল্প নয় বরং একটি ভিন্ন সেবা যা অনেকটা মানি এক্সপ্রেস, বা ওয়েস্টার্ণ ইউনিয়নের মত। সুবিধা হল ক্লায়েন্ট পেপ‍্যালের ডেবিট কার্ড ব‍্যবহার করে পেমেন্ট করতে পারবে।

জুম ব্যবহারের কিছু সুবিধাঃ

  • ক্লাইন্ট তার ব‍্যাংক একাউন্ট, ক্রেডিট কার্ড ব‍্যবহার করেও আপনাকে পেমেন্ট দিতে পারবে।
  • ডলারের রেট ভালো পাওয়া যায়
  • এটা খুবই কম খরচ, ১০০০ ডলারের উপরে পেমেন্ট নিলে কোন চার্জ নেই এবং তার নিচে যে কোন এমাউন্ট পাঠাতে মাত্র ৪ ডলার খরচ হবে।
  • জুম এর মাধ্যমে পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে রেজিষ্ট্রেশন করতে হবে না। বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংকটি (https://www.xoom.com/bangladesh/fees-fx)
Xoom - Global Money Transfer

Xoom – Global Money Transfer

জুম এর মাধ্যমে কিভাবে পেমেন্ট নিতে পারেনঃ

প্রথম ধাপে আপনার ক্লায়েন্টকে xoom.com ঠিকানাটা দিয়ে জিজ্ঞেস করুন যে সে এটা ব‍্যবহার করে পেমেন্ট দিতে পারবে কিনা। তারপর সে পেমেন্ট দিতে চাইলে আপনার তথ‍্য তাকে দিতে হবে। আপনি আপনার রেফারেল লিংক দিতে পারেন এতে আপনি ২০ ডলার বোনাস পাবেন। রেফারেল লিংক জেনারেট করতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।

দ্বিতীয় ধাপে আপনার যে তথ‍্যগুলো দিতে হবেঃ

  • আপনার পুর্ণাঙ্গ ঠিকানা। (নাম, গ্রাম, থানা, জেলা, দেশ)
  • আপনার ব‍্যাংক একাউন্ট ইনফো(ব‍্যাংকের নাম, ব্রাঞ্চ, একাউন্ট নং)। বাংলাদেশে কোন কোন ব‍্যাংক সাপোর্ট করবে তা দেখতে ঘুরে আসুন এই লিংকটি (https://www.xoom.com/bangladesh/bank-deposit-locations)
  • আপনার মোবাইল নম্বর।
  • আপনার ই-মেইল ঠিকানা।

এবার এই তথ‍্যগুলো নিয়ে ক্লায়েন্ট পেমেন্ট পাঠিয়ে দিতে পারবে। পেমেন্ট পাঠানোর পর আপনি একটি আইডি ই-মেইলে পাবেন। এই আইডি দিয়ে আপনি আপনার পেমেন্ট ট্র্যাক করতে পারবেন। আইডির সাথে একটি লিংক থাকবে যাতে ক্লিক করলে আপনার টাকা কোথায় আছে তা দেখাবে।

মূলত পাঁচটি ধাপে টাকা প্রসেস হয়ঃ

  1. Xoom Processing Started
  2. Payment Verification
  3. Transfer in Progress
  4. Deposit in Progress
  5. and Final Deposit Update

এই পাঁচ ধাপগুলো প্রসেস হতে সময় লাগে মাত্র দুই কর্মদিবস এবং প্রায় প্রতিটি ধাপেই পনি একটি ইমেইল পাবেন। পেমেন্ট প্রসেস হলে একটা মেইল পাবেন, টাকা ডিপোজিটের জন‍্য রেডি হলে আরেকটা মেইল পাবেন এবং ফাইনালি টাকা লোড হয়ে গেলে আরেকটা মেইল পাবেন। লোড হওয়ার পর টাকা আপনার ব‍্যাংক একাউন্টে আসার সময়টা নির্ভর করবে ব‍্যাংকের উপরে, এই সময়টা সাধারনতঃ ৪ থেকে ৮ ঘন্টার মত হতে পারে।

Share with:

Contact Us

Address: 17/A, Kutub Ail, Fatulla, Narayanganj-1420, Bangladesh
Phone: +088 01777 007788
Email: info@microsolutionsbd.com

Our Concerns

MCQ Academy

MCQ Academy

MCQ Academy site provides different question sets of exam for you to learn and practice Aptitude questions with explanation for competitive examination, interview and entrance test. Learn MCQ in Bangla and in English. MCQ Academy provides a testing platform to test and increase your aptitude efficiency.

Tuts Publication Network

Tuts Publication Network

Tuts Publication Network allows you to Explode, Save & Share web pages, video, photos online. You can also find important & useful tutorial on its network sites for example: web.tutpub.com published web development & SEO related tutorials, graphics.tutpub.com published graphics design & photography related articles, wallpaper.tutpub.com published high resolution wallpapers.